রাঙ্গামাটিতে ৬নেতা বহিস্কারের প্রতিবাদে ছাত্রলীগের একাংশের বিক্ষোভ-সমাবেশ

388

নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি – বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি কর্তৃক রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের ৬ নেতাকে সাময়িক বহিস্কারের প্রতিবাদে বুধবার সকালে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রলীগের একাংশ।

গত ৪ফেব্রæয়ারি রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি – সাধারন সম্পাদক স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের ৬ ছাত্রলীগ নেতাকে বহিস্কার করা হয়। কেন্দ্রীয় ছাত্রলীগ কর্তৃক সাময়িক বহিস্কারের বহিস্কারের প্রেক্ষিতে বুধবার সকালে পৌর ট্রাক টার্মিনালস্থ দলীয় কার্যালয় হতে ছাত্রলীগের একাংশ একটি ঝটিকা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরুপায় সমাবেশ করেন।

রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বাপ্পার পরিচালনায় ও জেলা ছাত্রলীগের সহসভাপতি মোঃ সাইফুল ইসলাম রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন রাঙ্গামাটি মেডিকেল কলেজের আহবায়ক ¯েœহাশীর্ষ চক্রবর্তী, শহর ছাত্রলীগের সাধারন সম্পাদক অপু শ্রীং লেপচা, শাকিল সহ অন্যারা।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন ও সাধারন সম্পাদক প্রকাশ চাকমা কেন্দ্রীয় কমিটিকে ভুল বুঝিয়ে জেলা ছাত্রলীগের ত্যাগী ৬ নেতাকে সাময়িক বহিস্কারের আদেশ করিয়েছেন, যা সম্পূর্ণ ষড়যন্ত্র।

বক্তারা বলেন, ছাত্রলীগের বিবদমান সমস্যা নিরসনে জেলা আওয়ামীলীগের কয়েকজন নেতাকে দায়িত্ব প্রদান করা হলে ও সমস্যা সমাধানের বৈঠকের পূর্বে কেন্দ্রীয় ছাত্রলীগ কর্তৃক জেলা ছাত্রলীগের ৬ নেতাকে বহিস্কার করা অত্যন্ত দুঃখজনক বিষয়। তারা জেলা ছাত্রলীগের সভাপতি- সাধারন সম্পাদকের বহিস্কারের দাবি জানান।

এ বিষয়ে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা বলেন, শৃংখলা ভঙ্গের অভিযোগসহ দলের গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ পেয়ে ফেব্রæয়ারী কেন্দ্রীয় ছাত্রলীগ রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের ৬জন সাময়িক বহিস্কার করেছে। এতে আমাদের কি দোষ ? দল চলবে গঠনতন্ত্রের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী, তারা নিয়ম না মেনে জেলা ছাত্রলীগের সভাপতি -সাধারন সম্পাদককে অবঞ্চিত ঘোষণা করে নতুন কমিটি গঠন করে, এ ক্ষমতা তাদের কে দিয়েছে ?

তিনি বলেন, আজকে বহিস্কৃত ছাত্রলীগের নেতারা ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে অশালীন ভাষায় মিছিল করে যে কাজটি করেছে, তাও কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃত্বকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের মতই। এ বিষয়ে আর কোন মন্তব্য করতে চাইনা, এ বিষয়ে ও কেন্দ্রীয় ছাত্রলীগকে অবহিত করা হবে।

প্রকাশ চাকমা আরো বলেন, আমাদের রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের অভিভাবক জননেতা দীপংকর তালুকদার এমপি রাঙ্গামাটি আসলে এ বিষয়ে যে দিক নির্দেশনা দিবেন, সেভাবেই রাঙ্গামাটি জেলা ছাত্রলীগ পরিচালিত হবে।

উল্লেখ্য, গত ৪ ফেব্রæয়ারী শৃংখলা ভঙ্গের দায়ে ৬জন জেলা ছাত্রলীগের নেতাকে সাময়িক বহিস্কার করা হয়। সাময়িক বহিষ্কৃতরা হলেন-রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল আলম রাশেদ, সহ-সভাপতি রুপম দাশ, যুগ্ন-সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, যুগ্ন-সাধারণ সম্পাদক মঈন উদ্দিন শাকিল, দপ্তর সম্পাদক নুর আলম, উপ-দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম স্বাধীন।