বরকল জোন (৪৫ বিজিবি) উদ্যোগে আন্দারমানিক মাইচছড়ি আদর্শ গ্রাম বহুমুখী সমবায় সমিতির জন্য ৫টি গরু প্রদান

857

বরকলঃ-বরকল জোন (৪৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসকারী স্থানীয় গরীব ও অসহায় জনসাধারণের মাঝে বরকল জোনের পক্ষ হতে প্রতিমাসে নিয়মিত বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করা হয়।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বরকল জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল ফরহাদ হারুন চৌধুরী শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচীর আওতায় মাইসছড়ি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার আন্দারমানিক মাইচছড়ি আদর্শ গ্রাম বহুমুখী সমবায় সমিতিকে গরুর খামার প্রতিষ্ঠার লক্ষ্যে অনুদান হিসেবে ৫টি গরু প্রদান করেন।
উল্লেখিত ৫টি গরু উক্ত সমবায় সমিতিতে প্রদানের ফলে উক্ত সমিতিটি সামনে এগিয়ে যাবার পথ খুঁজে পাবে বলে স্থানীয়রা আশাবাদী। তাছাড়া সঠিক পরিচর্যার মাধ্যমে উক্ত খামার ভবিষ্যতে বৃহৎ আকার ধারণ করবে এবং স্থানীয় গরীব জনসাধারনের কর্মসংস্থান তথা আর্থ-সামাজিক উন্নয়ন এবং স্বাবলম্বী হতে বিশেষ ভূমিকা রাখবে বলে জোন কমান্ডার আশাবাদ ব্যক্ত করেন।
বরকল জোন (৪৫ বিজিবি) এর পক্ষ থেকে সর্বদাই সকল ধরনের সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার লেঃ কর্ণেল ফরহাদ হারুন চৌধুরী জানান।