বিলাইছড়িঃ-বিলাইছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা প্রাঙ্গনে উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধি, কর্মকর্তা, মৌজা হেডম্যান কার্বারীও স্থানীয় গন্যমান্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি, মানসম্মত শিক্ষা, দুনীতি দমনসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম ও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি, ডেঙ্গুজ্বর ও ম্যালেরিয়া প্রতিরোধ করনীয় বিষয় নিয়ে রাঙ্গামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় করেন।
মঙ্গলবার (২৮ জানুয়ারী) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুকের সঞ্চালনায় সভায় উপজেলা নিবার্হী অফিসার পারভেজ চৌধুরী সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা, আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় (মহিলা) উৎপলা চাকমা ও রবিন তঞ্চঙ্গ্যা এবং প্রধান অতিথির সফর সঙ্গী হিসেবে আরো উপস্থিত ছিলেন, নিবাহী মেজিস্ট্রেট মো:বোরহান উদ্দিন মিঠু, শানজিদা মুস্তারী, লায়লাতুল হোসেন ও অঞ্জন কুমার পাল।
সভায় জনপ্রতিনিধিরা উপজেলা পক্ষথেকে সুবিধা-অসুবিধা ও দাবি তুলে ধওে বক্তব্য রাখেন- ৩নং ফারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, চিএইসটি নেট্ওর্য়াকের সাধারন সম্পাদক এবং হেডম্যান এসোসিয়েশনের সভাপতি শান্তি বিজয় চাকমা, ৪নং ওয়ার্ডে মেম্বার ভদ্রসেন চাকমা।
সভায় অন্যাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের প্রায় সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন, সরকারী কর্মকতা ও জনপ্রতিনিধিদের যদি সমন্বয় থাকে তাহলে দেশ এগিয়ে যাবে, বিলাইছড়ি এগিয়ে যাবে, বিলাইছড়িতে কোন কলেজ নাই, কলেজ করার জন্য ইতি মধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে। আর বড়থলি ইউনিয়নে কিভাবে সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা যায় এখান থেকে গিয়ে আমি কথাবার্তা বলবো।
প্রধান অতিথি সকালে পৌছার সাথে সাথে পযর্য়াক্রমে ধূপ্যাচর পাড়াকেন্দ্র, দীঘলছড়ি আবাসিক সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন, বিনোদন কেন্দ্র উদ্বোধন, উপজেলা পরিষদ ভবন উদ্বোধন, ইউ এন ও অফিস পরির্দশন করেন এবং আলোচনা শেষে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরন ও দুষ্ট ও শীর্তাতদের মাঝে সেলাই মেশিন, টিন এবং কম্বল বিতরন করেন।