চেয়ারম্যান বৃষকেতু চাকমাকে গুলি করে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

199

বাঘাইছড়িঃ-রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমাকে মোবাইল ফোনে গুলি করে হত্যার হুমকির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগ।
শনিবার (১৮ জানুয়ারী) সকাল দশটায় বাঘাইছড়ি জেলা পরিষদ রেস্ট হাউজে সাংবাদিকদের লিখিত বক্তব্য পেশ করেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সদস্য ও বাঘাইছড়ি পৌরসভার মেয়র জাফর আলী খান, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি আবদুল শুক্কুর মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি দিলীপ কুমার দাশ, সাবেক প্রচার সম্পাদক রতন দাশ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুনছুর আলী, আমতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেল চৌধুরী, সাবেক উপজেলা আওয়ামী লীগের আইন সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসতিয়াক হাসান, কাচালং সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মামুন অর রশিদসহ আওয়ামীলীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষকেতু চাকমাকে গুলি করে হত্যার হুমকি প্রদানকারীদের দ্রুত তদন্ত করে দৃষ্টন্তমুলক শাস্তি দাবি জানান এবং বিকালে একটি বিক্ষোভ মিছিল ও আগামীকাল আদালতে একটি মামলা করা হবে বলে জানানো হয়।
জানা যায়, গত ১৪ জানুয়ারি সকালে, রাতে এবং ১৫ জানুয়ারি রাতে চেয়ারম্যান বৃষকেতুর মোবাইল ফোনে একটি অজ্ঞাত নম্বর থেকে তাকে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়ে একাধিক ক্ষুদে বার্তা পাঠানো হয়।
উল্লেখ্য, গতকাল ১৭ই জানুয়ারী আমতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রাশেল চৌধুরী বাদী হয়ে বাঘাইছড়ি থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং ৪৭১। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রমজান বিষয়টি নিশ্চিত করেন।