প্রধানমন্ত্রী আমাকে কম্বল দিয়েছেন আমি তা দরিদ্র মানুষের মাঝে পৌছে দেয়ার চেষ্টা করছি-বাসন্তি চাকমা এমপি

174

পানছড়িঃ-খাগড়াছড়ির পানছড়ি উপজেলা ৪শ গরীব, অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করলে তিন পার্বত্য জেলার মহিলা আসনের এমপি বাসন্তি চাকমা। বৃহস্পতিবার (১৭ জানুয়ারী) পানছড়ি উপজেলা হলরুমে তিনি এ সব কম্বল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, পানছড়ি উপজেলা পরিষদেও প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, এমপি’র একান্ত সহকারী মার্শাল চাকমা, লতিবান ইউপি চেয়ারম্যান কিরণ কিশোর ত্রিপুরা, উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মোমিন প্রমূখ।
কম্বল বিতরণ কালে মহিলা সংসদ সদস্য বাসন্তি চাকমা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব ও কতর্ব্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই আমরা জনগনের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী আমাকে কম্বল দিয়েছেন আমি তা দরিদ্র মানুষের কাছে পৌছে দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জনগনের বন্ধু। জনগনের কল্যাণে তার হাত সব সময় প্রসারিত থাকে। তিনি বলেন, প্রতিটি জনগন যাতে ভালো থাকে তিনি সব সময় চিন্তা করেন।
কম্ব তুলে দিয়ে বাসন্তি চাকমা পার্বত্য এলাকার সকল জনগনের কাছে প্রধানমন্ত্রীর জন্য দোয়া কামনা করেন। তিনি তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে কাছে দোয়া চান তিনি।