বিলাইছড়িতে চাইল্ড হেল্পলাইন “১০৯৮” ওরিয়েন্টেশন কর্মশালা

245

বিলাইছড়িঃ-উপজেলা কনফান্সে কক্ষে আয়োজিত কর্মশালাটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুপর্ণা বাড়ৈ এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যানদ্বয় রবিন তঞ্চঙ্গ্যা ও উৎপলা চাকমা। এছাড়াও কর্মশালায় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ ও সাংবাদিক উপস্থিত ছিলেন। পরে উপজেলায় সাত বিশিষ্ঠ মোবাইল টিম কমিটি গঠন করা হয়। এই টিমের মাধ্যমে উপজেলায় প্রাপ্ত অভিযোগসমূহ কেন্দ্রের সাথে যোগাযোগ করে গুরুত্বসহকারে সমাধান করা হবে।
সুপর্ণা বাড়ৈ বলেন, সারাদেশে শিশুদের সুরক্ষায় সমাজ সেবা অধিদপ্তরের অধীনে ইউনিসেফের সহায়তায় চাইল্ড হেল্পলাইন “১০৯৮” চালু করা হয়েছে। এর মাধ্যমে দেশের যেকোনো প্রান্তের যেকোনো শিশু কোনো ধরনের সহিংসতা, নির্যাতন ও শোষণের শিকার হলে শিশু নিজে অথবা অন্য যে কোন ব্যক্তি বিনামূল্যে সহায়তা চাইতে পারবেন। এবং ফোন করার সাথে সাথে যেকোন সমস্যা প্রতিকার করা হবে।