তৃনমূল জনগণের চিন্তা মাথায় রেখে জননেত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করছেন-তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি

182

রাজস্থলীঃ-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন আওয়ামীলীগ সরকার একটি জনবান্ধব সরকার। এই সরকারের আমলে তৃনমূল জনগণের দূর্ভোগের চিন্তা মাথায় রেখে জননেত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করছেন। তারই ধারাবাহিকতায় কনকনে শীতের মধ্যে দেশের প্রত্যেকটি ইউনিয়নের ন্যায় রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে দুস্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শনিবার (১১ জানুয়ারী) বেলা ৩ ঘটিকার সময় রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদে ৩শতাধিক কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম শফি কামাল, উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক, অতিরিক্ত পুলিশ সুপার কাপ্তাই সার্কেল জোনায়েত কাউছার, চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ আশরাফ উদ্দিন, সাবেক উপজেলার চেয়ারম্যান উথিনসিন মারমা, উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক পুচিংমং মারমা, উপজেলা মহিলা আ.লীগের সভাপতি লংবতি ত্রিপুরা, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা, সাবেক সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা আবু জাফর, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, নজরুল ইসলাম, সাবেক ইউনিয়ন আ. লীগের সভাপতি পুলক চৌধুরী, ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ উপজেলা সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, এলাকার বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
এদিকে ৯টি ওয়ার্ডের ৩শতটি পরিবার শীতবস্ত্র পেয়েছেন। তথ্যমন্ত্রীর হাত থেকে কম্বল পেয়ে খুশিতে আত্মহারা বাঙ্গালহালিয়া ইউনিয়নের দুস্ত পরিবারগুলো। তথ্যমন্ত্রী বাঙ্গালহালিয়া পৌঁছানোর সাথে সাথে উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, উপজেলা আ. লীগ, ইউনিয়ন আ. লীগ, উপজেলা প্রেস ক্লাব, বাঙ্গালহালহালিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি লিঃ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন শ্রেণির ব্যক্তিবর্গ ফুলেল শুভেচ্ছা জানান।