নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি – সেনাবাহিনীর পক্ষ থেকে রাঙ্গামাটিতে গরীব ও অসহায় শীতার্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকালে রাঙ্গামাটি রিজিয়ন সদর দপ্তরে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
রাঙ্গামাটি সেনা রিজিয়নের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মাইনুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শীতবস্ত্র বিতরণ করেন। এসময় রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে: কর্ণেল রফিকুল ইসলাম, রাঙ্গামাটি রিজিয়নের জি টু আই মেজর মহিউদ্দিন ফারুকী, বিগ্রেড মেজর মাহবুবুল আলম এসময় উপস্থিত ছিলেন।
এসময় রাঙ্গামাটি সদরের প্রায় ৫শতাধিক পাহাড়ী-বাঙালী গরীব ও অসহায় পরিবারের মাঝে শীতের এই কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে রাঙ্গামাটি সদরের বিভিন্ন স্থান থেকে আসা অসহায় গরীব ও দুস্থ পরিবারের সদস্যরা লাইনে দাঁড়িয়ে এই শীতবস্ত্র গ্রহণ করে।
এসময় রিজিয়ন কমান্ডার জানান, পাহাড়ে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সেনাবাহিনী আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে।