ডেক্স রিপোর্ট, পাহাড়ের আলো ডট কম – রাঙ্গামাটি- ৪ঠা জানুয়ারী বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটি মেডিকেল কলেজ ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাঙ্গামাটি মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করাসহ, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদিনের কর্মসূচী শেষে শনিবার বিকেলে মেডিকেল কলেজ ক্যাম্পাসে মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জয়দেবের সঞ্চালনায় ও মেডিকেল কলেজ ছাত্রলীগের আহবায়ক ছাত্রনেতা স্নেহাশীষ চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক সুলতান মাহমুদ বাপ্পা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক নুর আলম, সদর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি বেলাল হোসেন রুবেল ও মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সদস্য সচিব শ্রীকুশ বড়–য়া অর্ণব ও যুগ্ন আহবায়ক জাহিদ হাসান। অনুষ্ঠানের মেডিকেল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলো।
আলোচনা সভা শেষে কেক কেটে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বঙ্গবন্ধু সবসময় স্বপ্ন দেখতেন স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের।
নেতৃবৃন্দ বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, তারই নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণসহ সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে ছাত্রলীগের সকল নেতৃবৃন্দকে আহবান জানানো হয়।