লামাঃ-জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ এর বান্দরবান জেলা পর্যায়ের প্রতিযোগিতা গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় মোট ১২টি ক্যাটাগরীতে শ্রেষ্ঠ নির্বাচন করা হয়। এবারে বান্দরবানের জেলা পর্যায়ের প্রতিযোগিতায় ১২টি ক্যাটাগরীর মধ্যে লামা উপজেলা ৭টি ক্যাটাগরীতে শ্রেষ্ঠত্ব লাভ করে।
জেলা পর্যায়ে লামা উপজেলা হতে শ্রেষ্ঠ হওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠান হল- মোস্তফা জামাল শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান, নূর-এ জান্নাত রুমি শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার, জসীম উদ্দিন (চেয়ারম্যান) শ্রেষ্ঠ এসএমসি সভাপতি, এসএম মিছবাহ উল হক শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, রতন বড়ুয়া শ্রেষ্ঠ কর্মচারী (প্রাথমিক শিক্ষা প্রশাসন), মো. ইউনুছ চৌধুরী শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী, মেরাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়।
প্রাথমিক শিক্ষা পদক প্রদান নীতিমালা আলোকে বান্দরবান পার্বত্য জেলা বাছাই কমিটি গত ১২ ডিসেম্বর ২০১৯ইং ১২টি ক্যাটাগরীতে শ্রেষ্ঠদের নামের তালিকা ঘোষণা করেন। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সভাপতিত্বে ৮ সদস্যের কমিটি এই্ যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিতরা বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. সিদ্দীকুর রহমান বলেন, শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে আত্বনির্ভরশীল হতে সাহায্য করা ও বাধ্যতামূলত প্রাথমিক শিক্ষার সফল বাস্তবায়ন এবং গুণগত মানোন্নয়নের লক্ষ্যে এই শিক্ষা পদক প্রদান কার্যক্রম শুরু করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ১৯৮৫ সাল থেকে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন করে আসছে।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি বলেন, যে কোন সফলতা সবাইকে আনন্দ দেয়। বান্দরবান জেলায় প্রাথমিক শিক্ষার সকল কার্যক্রমে লামা উপজেলা সবসময় এগিয়ে রয়েছে। এই অগ্রযাত্রার সারথী হতে পেরে আমি গর্বিত। এই অর্জন লামার প্রতিটা মানুষের।