কাজী মোশাররফ হোসেন, কাপ্তাইঃ-কাপ্তাই থেকে একটি প্রাইভেট কার ভর্তি বিপুল পরিমান চোলাই মদ অবৈধভাবে পাচারের সময় ৪১ বিজিবি চেক পোষ্টে জব্দ করা হয়। এসময় চোলাই মদ পাচারের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে নুর নাহার বেগম (২৬) নামক এক নারী এবং মোহাম্মদ হাসান (২২) নামক এক পুরুষকে আটক করা হয়। উদ্ধার হওয়া চোলাই মদ এবং আটক দুই ব্যাক্তিকে প্রাইভেট কারসহ কাপ্তাই থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি সুত্রে জানা গেছে। ৪১ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ দুই জন মদ পাচারকারীসহ প্রাইভেট কার আটকের কথা স্বীকার করেন। আটক দুই মদ পাচারকারী চিহ্নিত মাদক ব্যবসায়ী। উদ্ধার হওয়া মদ এবং প্রাইভেটকারের আনুমানিক মূল্য ২১ লাখ টাকা হবে বলে বিজিবি অধিনায়ক জানান।
সুত্র জানায় একটি প্রাইভেট কার ভর্তি করে বিপুল পরিমান চোলাই মদ কাপ্তাই থেকে চট্টগ্রামের দিকে পাচারের খবর গোপন সুত্রে আগেই জানতে পারে ৪১ বিজিবি। খবর পাবার পর বিজিবির হাবিলদার মোঃ দুলাল হোসেনের নের্তৃত্বে বিজিবি সদস্যরা চেক পোষ্টে তল্লাশী চালায়। এসময় প্রাইভেট কারের ভেতরে বিশেষ কায়দায় রক্ষিত বিপুল পরিমান মদ উদ্ধার করা হয়।
সুত্র জানায়, গত এক মাসে অবৈধভাবে পাচারের সময় বিজিবির অভিযানে প্রায় ৯৫ লাখ টাকার মূল্যবান সেগুন কাঠ উদ্ধার করা হয়। ৪১ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান কাপ্তাই থেকে অবৈধভাবে এক টুকরো কাঠও পাচার করতে দেওয়া হবেনা এবং কোন ধরনের মাদক দ্রব্য যাতে পাচার হতে না পারে সে জন্য বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কাপ্তাই থেকে কাঠ এবং মাদক পাচারের বিরুদ্ধে বিজিবির অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সর্বস্তরের জনগন।