নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি – রাঙ্গামাটিতে ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠককে ঘিরে রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বাধার মুখে পড়েছেন ভূমি কমিশন চেয়ারম্যান, সন্তু লারমাসহ অন্যান্য সদস্যরা।
২৩ ডিসেম্ভর সকালে ভূমি কমিশনের অফিসের সামনে মিটিং শুরুর পূর্বে মিটিংয়ে আগত ভূমি কমিশনের চেয়ারম্যানসহ অন্যান্যরা এ বাধার সম্মুখিন হন। এ সময় শহরে প্রায় ২ঘন্টা যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
ভূমি কমিশনের মিটিংকে ঘিরে সকাল থেকেই পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতারা রাঙ্গামাটি শহরের গুরুত্বপুর্ণ পয়েন্টে ব্যারিকেড দিয়ে অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেয়।
এসময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতা কর্মীরা ২ ঘন্টার বেশী সময় ধরে রাস্তায় বিক্ষোভ সমাবেশ করে এবং ভূমি কমিশন আইন বাতিলের দাবীতে বিক্ষোভ করে। সমাবেশ চলাকালে রাস্তায় আটকা পড়েছে ভুমি কমিশন চেয়ারম্যান বিচারপতি আনোয়ার আলো হক, আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমা, বান্দরবান বোমাং রাজা সহ কমিশনের সদস্যরা।
পরে ভূমি কমিশনের চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতাকর্মীদের ডেকে কথা বলেন।
এ সময় চেয়ারম্যান চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক তাদেরকে তাদের দাবী দাওয়া নিয়ে কমিশনের বৈঠকে কথা বলার পরামর্শ প্রদান করেন। এসময় ভূমি কমিশনের চেয়ারম্যানের কাছে পার্বত্য নাগরিক পরিষদের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন দাবী তুলে ধরেন।
এসময় ভূমি কমিশন চেয়ারম্যান তাদের কথা শুনেন এবং চেয়ারম্যানের আশ্বাসের প্রেক্ষিতে বাঙ্গালীরা ব্যারিকেড তুলে নেয়। পরে পার্বত্য নাগরিক পরিষদের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিলসহকারে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে বিক্ষোভ সমাবেশ করে।
এদিকে নাগিরক পরিষদ ব্যারিকেড তুলে নিলে ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকসহ অন্যান্য সদস্যরা রাঙ্গামাটি জেলা পরিষদ নতুন ভবনে উপস্থিত হয়ে বৈঠক করেন। বৈঠক শেষে পার্বত্য নাগরিক পরিষদের নেতারা ভূমি কমিশন চেয়ারম্যানের সাথে দেখা করেন এবং প্রধানমন্ত্রী বরাবর তাদের দাবী সম্বলিত একটি আবেদন ভূমি কমিশন চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেন।