পাহাড়ী অঞ্চলে রেশম চাষে সম্প্রসারণে চাষিদের এগিয়ে আসতে হবে

161

খাগড়াছড়িঃ-খাগড়াছড়িতে রেশম চাষ সম্পসারণ ও উন্নয়নের মাধ্যমে পার্বত্য জেলা সমূহের দারিদ্র বিমোচন র্শীষক প্রকল্পের আওতায় রেশম র‌্যালি ও চাষী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন থেকে রেশম র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ি জেলা শিল্পকলা একাডেমি হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। প্রকল্প পরিচালক মো. নুর কুতুবল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডে, রাজসাহীর উপ প্রধান স¤প্রসারণ কর্মকর্তা মো. আখতারুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা কমিটির সদস্য নুরুন্নবী চৌধুরী, পেরাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, খাগড়াছড়ি রেশম সম্প্রসারণ কেন্দ্রের ম্যানেজার মিজানুর রহমান ভূঁইয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বালেদেশের সম্ভবনাময় রেশম চাষ পাহাড়ী অঞ্চলের মানুষের জীবন মান উন্নয়ন ও দারিদ্র বিমোচনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাহাড়ী অঞ্চলে রেশম চাষের ব্যাপক সম্ভাবনা থাকায় আগামীতে এর সম্প্রসারণে চাষিদের এগিয়ে আসার আহব্বান জানান।