অপরিকল্পিত গাছ-পালা ও পাহাড় কাটায় পরিবেশ এখন হুমকির মুখে পরেছে

190

জুরাছড়িঃ-রাঙ্গামাটি জুরাছড়ি উপজেলায় জলবায়ু পরিবর্তন ও সংশ্লিষ্ট সহনশীলতা বৃদ্ধি বিষয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ষ্ট্রেংদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন সি.এইচটি (এসআইডি-সিএইচটি) ড্যানিডা-র অর্থায়নে ইউএনডিপির সহযোগীতায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্পের এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পার্বত্য অঞ্চলে জলবায়ু সহনশীলতা বৃদ্ধি প্রকল্প (সিসিআরপি) জেলা কর্মকর্তা শিশির স্বপন চাকমার সভাপতিত্বে কর্মশালা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান।
এ সময় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, প্রানী সম্পদ কর্মকর্তা ডা.মোঃ মাহফুজ আহমেদ, জন স্বাস্থ্য প্রকৌশলী পূর্ণেন্দু চাকমা, উপসহকারী কৃষি কর্মকর্তা শুভক্ষন খীসা, মনিটরিং কর্মকর্তা শোভন চাকমা, টেকনিক্যাল কর্মকর্তা পলাশ খীসা, কুসুমছড়ি মৌজার হেডম্যান মায়া নন্দ দেওয়ান, বনযোগীছড়া মৌজার হেডম্যান করুনা ময় চাকমাসহ স্থানীয় কার্ব্বারী, সাংবাদিক, সমাজ কর্মী, এনজিও প্রতিনিধি, ব্র্যাক প্রতিনিধি ও জুরাছড়ি ইউনিয়নের তোন্যাবী ছড়া ও বনযোগীছড়া ইউনিয়নের ধুল কুলছড়া ও পাচঁপতিমাছড়া পার্বত্য অঞ্চলে জলবায়ু সহনশীলতা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন টেকনিক্যাল কর্মকর্তা পলাশ খীসা। এ সময় তিনি বর্তমান পর্যন্ত প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রম স্লাইটের মাধ্যমে তুলে ধরেন। এছাড়া বক্তব্য রাখেন, জুরাছড়ি ইউনিয়নের তোন্যাবী ছড়া পাচঁপতিমাছড়া পার্বত্য অঞ্চলে জলবায়ু সহনশীলতা কমিটির সাধারন সম্পাদক মিতালী চাকমা ও বনযোগীছড়া ইউনিয়নের ধুল কুলছড়া ও পাচঁপতিমাছড়া পার্বত্য অঞ্চলে জলবায়ু সহনশীলতা কমিটির সভাপতি সন্তোষ বিকাশ চাকমা।
সভায় বক্তারা বলেন, পার্বত্য এলাকায় অপরিকল্পিত গাছ-পালা ও পাহাড় কাটায় পরিবেশ এখন হুমকির মূখে পরেছে। তার হাত থেকে রক্ষার জন্য সামাজিক ভাবে সচেতনতার বৃদ্ধির পাশাপাশি-পরিবেশ বান্ধব বেশী পরিমানের গাছ লাগাতে হবে।