শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা

229

শেখ ইমতিয়াজ কামাল ইমনঃ-রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের উদ্যোগে শনিবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাজ্ঞনে ১৪ ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবীদের স্বরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নিখিল কুমার চাকমা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, যুগ্ন সাধারণ সম্পাদক জসীম উদ্দীন বাবুল, প্রচার ও গবেষণা সম্পাদক মমতাজুল ইসলাম, তথ্য ও প্রচার সম্পাদক রফিকুল মাওলা, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাওয়াল উদ্দীন, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামসুল আলমসহ ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, কৃষকলীগসহ জেলা ও পৌর আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, আমরা গভীরভাবে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার এবং ১৪ ডিসেম্বর যেসকল বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। আমরা তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
পরে আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।