রাঙামাটিতে বিএসসি’র উদ্যোগে শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ২০ ডিসেম্বর

590

নিজস্ব প্রতিবেদকঃ মহান বিজয় দিবস উপলক্ষে যুব সমাজকে মাদক মুক্ত করার প্রত্যয়ে রাঙামাটিতে ১ম বারের মত বনরুপা স্পোর্টিং ক্লাব (বিএসসি)’র উদ্যোগে শীতকালীন নাইট শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্ণামেন্ট-২০১৯ আয়োজন করা হয়েছে।

আগামী ২০ ডিসেম্বর সন্ধা ৬টায় রাঙামাটি পৌরসভার মাঠ প্রাঙ্গনে টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আজ শনিবার বিকালে বনরুপা স্পোর্টিং ক্লাব (বিএসসি)’র আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম ও সদস্য সচিব সাইফুল ইসলাম রুবেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বনরুপা স্পোর্টিং ক্লাব (বিএসসি)’র উদ্যোগে শীতকালীন নাইট শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্ণামেন্টে এখন পর্যন্ত শহরের বিভিন্ন ক্লাব থেকে ১৬টি দল রেজিষ্ট্রেশন করছে। রেজিষ্ট্রেশনের সংখ্যা আরো বাড়তে পারে।