রাঙ্গামাটিঃ-বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটির বিভিন্ন উপজেলায় ও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় রাঙ্গামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার আলমগীর কবির, সিভিল সার্জেন শহীদ তালুকদার, বিভাগীয় বন কর্মকর্তা দক্ষিন বন বিভাগ মোঃ রফিকুজ্জামান শাহ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা রবার্ট রোনাল পিন্টু, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নুহুল আমিন, আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দীনসহ বিভিন্ন সরকারী-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
এসময় আলোচনা সভায় বক্তারা বলেন, জাতিকে মেধাশূন্য করতে অত্যন্ত পরিকল্পিতভাবে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর এই দিনে হানাদার পাকিস্তানি বাহিনী তাদের পরাজয় আসন্ন জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে বুদ্ধিজীবী নিধনের এই পরিকল্পনা করে। বক্তারা আরো বলেন, পশ্চিম পাকিস্তানিরা যখন বুঝতে পেরেছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি স্বাধীনতা লাভের দ্বারপ্রান্তে, ঠিক তখন স্বাধীনতা বিরোধীরা এ দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করার জন্য ১৪ ডিসেম্বরকে বেছে নেয় এবং সে পরিকল্পনা অনুযায়ী বুদ্ধিজীবীদের হত্যা করা হয়।
আর বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে এবং বিজয়ের মধ্যদিয়ে স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। তারই ধারাবাহিকতায় বিনয় এবং শ্রদ্ধায় আজ জাতি শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করছে। একই সাথে এবারও জাতির প্রত্যাশা, জাতির শ্রেষ্ঠ সন্তানদের যারা হত্যা করেছে তাদের মধ্যে যারা বিচার প্রক্রিয়ার বাইরে আছে অথবা পলাতক আছে তাদের বিচারের রায় কার্যকর করে দেশকে কলংকমুক্ত করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
কাপ্তাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাজ্ঞাপন
কাপ্তাইঃ-শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।
এসময় কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, কাপ্তাই উপজেলা আ’লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, কাপ্তাই উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন, কাপ্তাই থানার ওসি নাছির উদ্দিন সহ সরকারি কর্মকর্তা, আ’লীগ এবং এর অঙ্গসংগঠন এর নেতাকর্মীর, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে আলোচনা সভায় বক্তাগণ বলেন, ৭১ এর ১৪ ডিসেম্বর পাকিস্তানী হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসররা এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করে এদেশকে মেধা শূণ্য করতে চেয়েছিল কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা অর্জন করেছি লাল সবুজের বাংলাদেশ।
লংগদুতে শহিদ বুদ্ধি জীবী দিবসের র্যালী ও আলোচনাসভা
লংগদু প্রতিনিধিঃ-শহিদ বুদ্ধি জীবী দিবস-২০১৯ পালন উপলক্ষে রাঙ্গামাটির লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে রেলী ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
শনিবার (১৪ডিসেম্বর), শহিদ বুদ্ধি জীবী দিবস উপলক্ষে উপজেলা পরিষদের সন্মুখ থেকে রেলী বের হয়ে প্রধান সড়ক ঘুরে পুনরায় পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায় এতে সভাপতিত্ব ও বক্তব্য রাখেন। অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ অরবিন্দ চাকমা, লংগদু থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ নুর।
বক্তারা বলেন, পশ্চিম পাকিস্তানীরা চেয়েছিলেন এদেশের বুদ্ধি জীবিদের হত্যা করতে পারলেই দেশ পরিচালনার কাজে কোন লোক থাকবে না। তাইতো তারা সেদিন ১৪ ডিসেম্বর হঠাৎ করে বুদ্ধি জীবিতদের উপ জাপিয়ে পড়েছিলেন। বক্তারা বলেন, এই জগন্য হত্যা কান্ডের জন্য দিন্দা জানানোর ভাষা আমাদের নাই।