পর্যটন সম্ভবনাময়ী পার্বত্য জেলার সৌন্দর্য্য বর্ধনে সরকার অত্যন্ত আন্তরিক-পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপি

227

খাগড়াছড়িঃ-খাগড়াছড়ি জেলা পরিষদ ও SID-CHT এর যৌথ বাস্তবায়নাধীন প্রকল্পের কার্যক্রম পরিষদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
বৃহস্পতিবার বিকেলে উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন শেষে কৃষকদের সাথে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি বাসন্তি চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষযক মন্ত্রনালয়ের সচিব মো. মেজবাউল ইসলাম, এন পি সি-এস আইডি-সিএইচটি প্রকল্পের অতিরিক্ত সচিব সুদত্ত চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নযন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. শাহিন আলম, খাগড়াছড়ি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শতরুপা চাকমা, টাস্কফোর্সের প্রধান নির্বাহী কৃষ্ণ চন্দ্র চাকমা, পৌর মেয়র রফিকুল আলম, সদর উজেলা চেয়ারম্যান মো. শানে আলম প্রমূখ।
আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, পার্বত্য অঞ্চলে সরকার আন্তরিক পর্যটন সম্ভবনাময়ী পার্বত্য জেলার সৌন্দর্য্য বর্ধনে সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসন বিশেষ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন।
মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতার কারণে ১৯৯৭ সালের পরবর্তী উন্নয়ন কর্মকান্ডে পার্বত্য অঞ্চলের মানুষের প্রতি প্রধানমন্ত্রীর অফুরন্ত ভালোবাসা রয়েছে। তাই পার্বত্য এলাকার প্রতিটি গ্রামে ও দূর্গম এলাকায় উন্নয়নে ছোয়ায় আলোকিত হয়ে উঠছে।