জিপিএ ফাইভ পাওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া দরকার-বিসিআইসির পরিচালক

204

কাপ্তাইঃ-বাংলাদেশ কেমিক্যাল ইন্ড্রাষ্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসির) পরিচালক (উৎপাদন ও গবেষণা) মো: শাহীন কামাল বলেন, জিপিএ -৫ পাওয়ার চেয়ে শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়া দরকার। তাই প্রথমে মানবিক গুনাবলী অধিকারী হতে হবে। শাহীন কামাল আরোও বলেন, বর্তমান পরিস্থিতিতে বিসিআইসির অন্যতম কাগজ উৎপাদকারী প্রতিষ্ঠান চন্দ্রঘোনা কেপিএম মিল এখন সংকটের মধ্যে যাচ্ছে, তাই সকলের সহযোগিতায় আমরা এই সংকট হতে উত্তরণ হতে পারবো।
তিনি বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কর্নফুলি পেপার মিলস্ হাই স্কুলের বার্ষিক মেধা সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক ড: এম. এম. এ কাদের এর সভাপতিত্বে ইংরেজি শিক্ষক আব্দুল মাবুদের সঞ্চালনায় স্কুলের কবি জসীম উদ্দিন অডিটরিয়ামে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেপিএম জিএম (বাণিজ্যিক) এ কে এম আনিসুজ্জামান, মহাব্যবস্থাপক (এমটিএস) প্রকৌশলী স্বপন কুমার সরকার, জিএম (অপারেশন) গোলাম সরওয়ার, অতিরিক্ত মহা ব্যবস্থাপক (বন) মো: শহীদুল্লা, কেপিএম এর প্রশাসন বিভাগীয় প্রধান চিং সু ইউ মারমা, কেপিএম সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেপিএম স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রহিমা আক্তার বেগম।
পরে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।