শেখ ইমতিয়াজ কামাল ইমনঃ-রাঙ্গমাটি শহরের পৌরসভার সামনে জেলা প্রশাসনের নতুন সড়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট অভিযান করা হয়।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিরাজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে হেলমেট ব্যবহার না করা, লাইসেন্স আপডেট না থাকাসহ বিভিন্ন ধরনের অপরাধে আটটি যানবাহনকে নতুন মোটরযান আইনে অর্থদন্ডে দন্ডিত করা হয়।
এসময় তিনি বলেন, আমরা সড়ককে নিরাপদ করতে এবং চালকদেরকে নতুন সড়ক পরিবহন আইন সম্পর্কে সম্যক ধারনা প্রদানের লক্ষ্যে সচেতনতামূলক মোবাইল কোর্ট পরিচালনা করছি।
অধিকমাত্রায় জরিমানা করে চালকদেরকে হয়রানী করা মোবাইল কোর্টের উদ্দেশ্য নয় জানিয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিরাজুল ইসলাম বলেন, আমরা চাই চালক ভাইয়েরা নতুন আইন সম্পর্কে ভালোভাবে জেনেশুনে এবং আইন মানায় অভ্যস্ত হোক। এই লক্ষ্যে যৎসামান্য অর্থ দন্ডের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে ভবিষ্যতের জন্য সতর্ক করার জন্যে এধরনের অভিযান পরিচালনা করা হয়।