খাগড়াছড়িঃ-আগামী ৭ থেকে ১২ ডিসেম্বর সারা দেশের মত খাগড়াছড়িতেও পালিত হবে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ। এ উপলক্ষে বুধবার (৪ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা পরিবার ও পরিকল্পনা কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে এক এ্যাডভোকেসি ও প্রেস ব্রিফিং অনুষ্ঠানে তথ্য জানানো হয়।
স্বাস্থ বিভাগের আহবায়ক ও জেলা পরিষদ সদস্য খোকনেশ্বর ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং-এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পরিবার ও পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিপ্লব বড়ুয়া, প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ডাক্তার আশুতোষ চাকমা।
অনুষ্ঠানে ২০৩০ সালের মধ্যে মাতৃমৃত্যুর হার অর্ধেকে নামিয়ে আনা, কিশোরীকালীন মাতৃত্বরোধ, প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধিসহ সেবার পাশাপাশি প্রচারনার মাধ্যমে জনসচেতনার উপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সাংবাদিক, পরিবার পরিকল্পনা বিভাগের উপজেলা পর্যায়ের কর্মকর্তাগন অংশগ্রহন করেন।