সরকারের সদিচ্ছা না থাকায় পার্বত্য চুক্তির ভবিষ্যৎ এখন অনিশ্চিত-ঊষাতন তালুকদার

273

রাঙ্গামাটিঃ-নানা কর্মসূচীর মধ্যদিয়ে সোমবার ২ ডিসেম্বর রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২২তম বর্ষপূর্তি পালিত হয়েছে। এই উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি আলাদা ভাবে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙ্গামাটি জিমনেসিয়াম প্রাঙ্গনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটির সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার। সমাবেশে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য শ্যামরতন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি (সিপিবি) এর চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক অশোক সাহা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মাইদুল ইসলাম এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের আহবায়ক বিজয় কেতন চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুবসংহতি সমিতির সাধারণ সম্পাদক অরুন ত্রিপুরা, পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি জুয়েল চাকমা। এছাড়া সভায় জন সংহতি সমিতির অন্যান্যরা বক্তব্য রাখেন।
রাঙ্গামাটি জিমনেসিয়াম প্রাঙ্গনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি আয়োজিত আলোচনা সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদা বলেন, সরকারের সদিচ্ছা না থাকায় গত ২২ বছরেও ওই চুক্তি পুরোপুরি বাস্তবায়ন হতে পারেনি-যার ভবিষ্যৎ এখন অনিশ্চিত। পার্বত্য চুক্তির পূর্ণবাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে অশান্তি সৃষ্টি হয়েছে। তিনি বলেন, পাহাড়ের আঞ্চলিক দল গুলোর ভুল ক্রুটি নেই সেটা আমরা বলছি না। আমাদের ও ভুল ক্রুটি রয়েছে। এটি দেখার দায়িত্ব প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর জনগনের দায় এড়াতে পারেন না।
তিনি সরকারের বিভিন্ন সংস্থার কথা উল্লেখ করে বলেন, পার্বত্য অঞ্চলে অনেক সংস্থা রয়েছে। তাদের একেক জনের একক মত। তাদের নানা মত রয়েছে। তাদেও মতামত গুলো যে ভাবে পারছে সরকারকে উপস্থাপন করছে। তিনি বলেন, তিনি বলেন, কারো মত নিময়ে নয় যে সাহস নিয়ে পার্বত্য চুক্তি করেছেন। পার্বত্য জনগনের কাছে আপনি অঙ্গিকার করেছেন, সেই অঙ্গিকার ও সাহস নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আপনি চুক্তি বাস্তবায়ন করুন। আপাকে ভুল বুঝাবে, আপনাকে দ্বিধাদ্বন্ধে ফেলবে। আপনি কারো কথায় না ভুলে আপনার সাহস নিয়ে পার্বত্য চুক্তি বাস্তবায়নে এগিয়ে আসুন।