নাইক্ষ্যংছড়িঃ-নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুনধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা নিহত ও দুজন আহত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) ভোর চারটার দিকে সীমান্তের ৩৯ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হামিদ হসেন প্রকাশ বদি আলম তার বাড়ি কক্সবাজার এর উখিয়ার ১ নং রোহিঙ্গা ক্যাম্পে। আহত দুজন হলো মোহাম্মদ হাবিবুল্লাহ মোহাম্মদ জুয়েল। আহতদের উদ্ধার করে স্থানীয়রা উখিয়া কুতুপালং শরণার্থী শিবির ক্যাম্পে নিয়ে এসেছে।
বিজিবি কক্সবাজারের ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার জানিয়েছেন সীমান্তের ৩৯ ও ৪০ এর মাঝামাঝি নম্বর পিলারের মায়ানমার অংশে এ ঘটনা ঘটেছে বলে তারা খবর পেয়েছেন। ঘটনার পর সীমান্তে বিজিবি নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে এ কর্মকর্তা জানিয়েছেন। স্থানীয়রা জানান ভরে বিস্ফোরণের শব্দ শুনে তারা ওই এলাকায় গিয়ে একজনের মৃতদেহ উদ্ধার করে।
উল্লেখ্য, গত তিন মাসে সীমান্তের বিভিন্ন অংশে স্থলমাইন বিস্ফোরণে পাঁচজন নিহতের ঘটনা ঘটেছে।