দীঘিনালায় স্ত্রী-মেয়েসহ ৩ কেজি গাজাসহ আটক-৪

251

সোহেল রানা দীঘিনালাঃ-খাগড়াছড়ির দীঘিনালায় কবাখালী ইউপি‘র মিলনপুর এলাকা থেকে ৩ কেজি গাঁজাসহ স্বামী, স্ত্রী ও মেয়েকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৮নভেম্বর) সকালে মোঃ মনোয়ারুল ইসলাম ফয়সাল (৫২)কে ১শত ৫০ গ্রাম গাজাসহ দীঘিনালা বাসটার্মিনাল এলাকা থেকে আটক করে থানায় নিয়ে যায়। তার পিতা: মোঃ নজলার রহমান, ঠিকানা নিউটাউন, দিনাজপুর।
তাকে জিজ্ঞাসাবাদে পর কবাখালী ইউপি মিলনপুর এলকার গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব ও এএসআই মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে শেখ ফরিদ এর বাড়ি থেকে তল্লাশি চালিয়ে মোঃ শেখ ফরিদ (৫৫), তার স্ত্রী এবং মেয়েকে ৩ কেজি গাজা ও নগদ ৩০ হাজার টাকা এবং একটি মোটর সাইকেল আটক করে থানায় নিয়ে আসা হয়।
দীঘিনালা থানা অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব বলেন, উত্তর মিলনপুর এলাকার একটি বাড়ী তল্লাশী করে মোঃ শেখ ফরিদ (৫৫), তার স্ত্রী এবং মেয়েকে ৩ কেজি গাজাসহ, ও নগদ ৩০ হাজার টাকা এবং একটি মোটর সাইকেল আটক করে থানায় নিয়ে আসে। তবে মাদক দ্রব্য আইনে মামলা দায়ে করা হবে।