রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে গবেষণাতরী ‘সিভাসু রিসার্চ ভেসেল’ ও সোলার প্যানেল প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

237

রাঙ্গামাটিঃ-চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ^বিদ্যালয়ের (সিভাসু) উদ্যোগে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে নির্মিত বিশেষায়িত গবেষণাতরী ‘সিভাসু রিসার্চ ভেসেল’ ও পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে পাহাড়ে শতভাগ বিদ্যুতায়নে বিদ্যুৎ সরবরাহ প্রকল্পের আওতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে সোলার প্যানেল প্রকল্পের উদ্বোধন এর কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে রাঙ্গামাটিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী গণভবন থেকে এ দুটি প্রকল্পের উদ্বোধন করেন।
এ সময় গণ ভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী এমপি।
রাঙ্গামাটি জেলা প্রশাসক কনফারেন্স হল এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কনফারেন্স হল থেকে এ দুটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলার সাংসদ দীপংকর তালুকদার এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরাসহ জেলার উর্ধতন কর্মকর্তা ও অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি জেলা প্রশাসক কনফারেন্স হলরুম থেকে কাপ্তাই সিভাসু গবেষণা তরীর উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার, সাবেক মহিলা এমপি ফিরোজা বেগম চিনু, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ, চট্টগ্রাম ভেটেরিনারী ও এনিম্যাল সাইন্সেস বিশ^বিদালয়ের উপাচার্য প্রফেসর ডঃ গৌতম বুদ্ধ দাসসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রায় ৩ কোটি ৮৭ লক্ষ টাকা ব্যয়ে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে নির্মিত এই গবেষণাতরীতে অত্যাধুনিক যন্ত্রপাতিসহ ৩টি ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে। বিশেষায়িত গবেষণাতরীর মাধ্যমে বহুমুখী গবেষণা কার্যক্রম পরিচালনা করে মালয়েশিয়া সরকার তাদের কৃত্রিম হ্রদ ‘লেক কেনিয়র’-এর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।
আর সেই তরীর আদলেই কাপ্তাই হ্রদের জীববৈচিত্র্য সংরক্ষণ ও এর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রয়োজনে সিভাসু’র এই গবেষণাতরীটি নির্মাণ করা হয়েছে। দেশে এই ধরনের উদ্যোগ এটিই প্রথম। সিভাসু’র শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কনফারেন্স হল থেকে পার্বত্য চট্টগ্রাম প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্পের আওতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সোলার প্যানেল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, সংরক্ষিত আসনের মহিলা সাংসদ বাসন্তি চাকমা, চাকমা সার্কেল চীফ ব্যরিস্টার রাজা দেবাশীষ রায়, উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলামসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।