খাগড়াছড়িতে আওয়ামীলীগের সম্মেলনঃ সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা, সম্পাদক নির্মেলন্দু চৌধুরী

253

খাগড়াছড়িঃ-সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ সাত বছর পর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলন। কাউন্সিলকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে নেতাকর্মীদের মাঝে। খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে জেলা আওয়ামীলীগের সভাপতি স্হানীয় সংসদ সদস্য ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরর্ণাথী বিষয়ক ট্রান্সর্ফোসের চেয়ারম্যান কুজেন্দ্র লাল এিপুরা এমপির সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ মাহবুব উল আলম হানিফ এমপি জেলা আওয়ামীলীগের সম্মেলনে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহন করেন।
রোববার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় দিকে ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়াম প্রাঙ্গণে দলীয় পতাকা ও বেলুন উড়িয়ে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের এি-বার্ষিক কাউন্সিল উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ মাহবুব উল আলম হানিফ। জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে আওয়ামী লীগে সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপ-মন্ত্রী একে এম এনামুল হক শামীম, পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিলও সম্মেলনে জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মংশেপ্রু চৌধুরীর সঞ্চালনায় জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নির্মেলন্দু চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ জাহেদুল আলম, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রনবিক্রম কিশোর ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা প্রমুখ বক্তব্য রাখেন।
আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপিকে সভাপতি ও নির্মেলন্দু চৌধুরীকে সাধারণ সম্পাদক ও দিদারুল আলমকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে নতুন জেলা কমিটি ঘোষনা করা হয়েছে। আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মো:মাহবুব উল আলম হানিফ বিকালে খাগড়াছড়ি স্টেডিয়ামে সম্মেলন মঞ্চে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে এই ঘোষনা দেন।
এর আগে বিকেল ৪ টা থেকে খাগড়াছড়ি স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন শুরু হয়। এই অধিবেশনে জেলা ও উপজেলা পর্যায়ের ডেলিগেট কাউন্সিলরগন উপস্থিত ছিলেন। জেলা আওয়ামীলীগের যুবও ক্রীড়া বিষয়ক সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপুর এই অধিবেশন পরিচালনা করেন। সম্মেলনের শুরুতে দলের জেলা সভাপতি পদে বর্তমান সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, সহ-সভাপতি সমীর দও, জেলা আওয়ামীলীগের সদস্য ওসাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রইছ উদ্দিন, সভাপতি পদে তাদের মনোনয়ন প্রকাশ করেন।
সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব মোঃ জাহেদুল আলম, বর্তমান (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক নির্মেলন্দ্র চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মনির খাঁন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল জব্বার, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র ও সাবেক মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শামছুল হক, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোঃ দিদারুল আলম দিদার, দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম, শুরু হয় আলাপ আলোচনা। কোন কোন মহল থেকে দাবি ওঠে প্রকাশ্যে ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচনের। কিন্তু নেতৃবৃন্দ চেষ্টা করতে থাকেন উভয় পক্ষকে ম্যানেজ করে সমঝোতার ভিত্তিতে একটি কমিটি ঘোষণা করতে। শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতাদের সমঝোতার চেষ্টা সফল হয়। দীর্ঘ আলাপ আলোচনার পর দলের যুগ্ন- সাধারণ সম্পাদক মোঃ মাহবুব উল আলম হানিফ নেতৃবৃন্দের উপস্থিতিতে কুজেন্দ্র লাল এিপুরাকে সভাপতি ও নির্মেলন্দু চৌধুরীকে সাধারণ সম্পাদক ও দিদারুল আলমকে সাংগঠনিক সম্পাদক করে ২০২২ সাল মেয়াদে নতুন কমিটি ঘোষণা করেন। নেতৃবৃন্দ নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান ও দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নব নির্বাচিত নেতৃবৃন্দকে আহবান জানান।