খাগড়াছড়িঃ-পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে খাগড়াছড়িতে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। সোমবার (১৮ নভেম্বর) সকালে শহরের জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করে নেতৃবৃন্দ। এতে অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।
খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা যুবদল সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল প্রমুখ।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন, অবৈধ শেখ হাসিনার সরকার অন্যায় অত্যাচারের মধ্য দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখতে চায়। রাষ্ট্রের সকল কাঠামো ধ্বংস করে দিয়ে পেঁয়াজ নিয়ে তামাশা করছে। একের পর এক অন্যায় করতে করতে সরকার আজ দিশেহারা হয়ে সাধারণ মানুষের আস্থা বিশ্বাস হারিয়ে ফেলেছে। এসময় তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।