শান্তিচুক্তি পূর্ণ বাস্তবায়িত হলেই জুম্ম জনগনের আত্বনিয়ন্ত্রনাধিকার ফিরে পাবে-অমল চাকমা

194

দীঘিনালাঃ-পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নসহ জুম্মজাতির অস্তিত্ব সুরক্ষায় এগিয়ে আসুন প্রতিপাদ্য ধারন করে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ইউনাইট্রেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-গণতান্ত্রিক) এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার হোটেল ইউনিটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় দীঘিনালা উপজেলা কার্বারী এসোসিয়েশনের সভাপতি হেমোব্রত চাকমার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, ২নং বোয়ালখালী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) এর কেন্দ্রীয় কমিটির নেতা অমল চাকমা, দীঘিনালা উপজেলা জেএসএস সহ সভাপতি শান্তি লোচন চাকমা, বোয়ালখালী মৌজা প্রধান (হেডম্যান) ত্রিদীব রায় পোমাং, কেন্দ্রীয় যুব সমিতির সহ সভাপতি জ্ঞান চাকমা, উপজেলা পিসিপির সভাপতি সুনেন্টু চাকমা প্রমূখ।
আলোচনা সভায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-গণতান্ত্রিক) এর কেন্দ্রীয় কমিটির নেতা অমল চাকমা বলেন, গত ২০১৭ সনের ১৫ নভেম্বর আমাদের ইউপিডিএফ- গণতান্ত্রিক প্রতিষ্ঠা লাভ করে। এ সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই জুম্ম জনগনের পক্ষে কাজ করে চলেছে। তিনি আরো বলেন, সরকারের নিকট আমাদের একটিই দাবী, শান্তিচুক্তি দ্রুত বাস্তবায়ন করা। শান্তিচুক্তি পূর্ণ বাস্তবায়িত হলেই জুম্ম জনগনের আত্বনিয়ন্ত্রনাধিকার ফিরে পাবে। শান্তি চুক্তির ফলে পাহাড়ে এখন শান্তি বিরাজ করছে।