রবিবার ১০বছর পর চালু হচ্ছে বাঘাইহাট বাজার

391

বাঘাইছড়িঃ-নানামুখি অপতৎপরতার পর অবশেষে দীর্ঘ ১০ বছর চালু হতে যাচ্ছে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলাধীন ঐহিত্যবাহি বাঘাইহাট বাজার। সাজেক ইউনিয়নের অন্তর্গত বাঘাইহাট বাজারে এখন থেকে সপ্তাহের প্রতি রোববার বসবে সাপ্তাহিক হাট।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে সাজেকের স্থানীয় জনপ্রতিনিধি, বাজার পরিচালনা কমিটিসহ স্থানীয় হেডম্যান-কার্বারীরা মিলে সমন্বিত উদ্যোগ নিয়ে বাঘাইহাট বাজারটি চালুর লক্ষ্যে আলোচনায় বসে। সকাল ১০টা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত সাজেক থানা আওয়ামীলীগ কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাঘাইহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি ডাঃ মো. নাজিম উদ্দিন এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেলসন চাকমা (নয়ন)। বিশেষ অতিথি ছিলেন বঙ্গলতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জ্ঞানো জোতি চাকমা, রূপকারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্যামল চাকমাসহ বিভিন্ন ইউনিয়নের হেডম্যান কার্বারিগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এখন থেকে প্রতি রোববার বাঘাইহাট বাজারে সাপ্তাহিক হাট বসবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়িসহ বিভিন্ন এলাকার ফরিয়া ব্যবসায়িদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে।