রাঙ্গামাটিঃ-পাহাড়ের অবৈধ অস্ত্রধারীদের কারনে ব্যাবসায়ীরা সুস্থ ও সঠিকভাবে ব্যবসা করতে পারছেনা বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, ব্যবসায়ীরা সঠিকভাবে ব্যবসা করতে পারলে ট্যাক্সের পরিমান আরো বাড়তো। তিনি পাহাড়ের অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানান।
শুক্রবার (১৫ নভেম্বর) রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি মিলনায়তনে ৪ দিনের আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় কর অঞ্চল-৩ চট্টগ্রামের কর কমিশনার মোঃ মাহবুবুর রহমান, রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি বেলায়েত হোসেন বেলাল, যুগ্ন কর কমিশনার প্রতাপ চন্দ্র পালসহ রাঙ্গামাটির গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার আরো বলেন, দেশকে সক্ষমতা বাড়াতে হলে সবাইকে ট্যাক্স দিতে হবে এবং এর পরিধি বাড়াতে হবে। আর ট্যাক্স দেয়া আমাদের নৈতিক দায়িত্ব এই সব দায়িত্ব পালন না করে আমরা শুধু অধিকারের কথা বলে থাকি। তাই অধিকারের কথা যেমনি বলছি তেমনী নিজেরা ট্যাক্স দিয়ে অন্যকেও উৎসাহিত করার আহবান জানান। এসময় তিনি কর প্রদানের পদ্ধতিকে আরও সহজ করার দাবি জানান।
অনুষ্ঠানে কর অঞ্চল-৩ চট্টগ্রামের কর কমিশনার মোঃ মাহাবুবুর রহমান বলেন, যাদের বাৎসরিক আয় ২ লাখ ৫০ হাজার টাকা, তারা করের আওতাভুক্ত। সরকার কর দেয়াকে সহজ করছে আপনি বাসায় বসেও কর দিতে পারবেন। আপনার টাকা দিয়েই সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে। তাই দেশের সকল নাগরিককে ট্যাক্স দিয়ে সরকারকে সহায়তা করার আহবান জানান তিনি।
পরে রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সামনে ফেস্টুন ও শান্তির পায়রা উড়িয়ে ৪ দিনের আয়কর মেলার উদ্বোধন করেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
মেলায় প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ই-টিআইএন প্রদান, আয়কর রিটার্ন পূরণে সহায়তা, আয়কর রিটার্ন গ্রহণ ও আয়কর সংক্রান্ত অন্যান্য সেবা ও পরামর্শ প্রদান করা হবে। আগামি সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত মেলা চলবে।
Home পাহাড়ের রাজনীতি পাহাড়ের অবৈধ অস্ত্রধারীদের কারনে ব্যবসায়ীরা সুস্থ ও সঠিকভাবে ব্যবসা করতে পারছে না-সংসদ...