বান্দরবানঃ-গাউছিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান জেলা শাখার আয়োজনে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বান্দরবান পৌরসভা সংলগ্ন খানেকা শরীফ প্রাঙ্গণ হতে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়, র্যালিটি বান্দরবান শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে পুনরায় খানেকায় গিয়ে শেষ হয়।
র্যালি শেষে খানেকা মাঠ প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান জেলা শাখার উপদেষ্টা ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম চৌধুরী। গাউছিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান জেলা শাখার সভাপতি মোঃ হোসেন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রবীন সাংবাদিক এমএ হাকিম চৌধুরী, গাউছিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান জেলা শাখার সহ-সভাপতি আছহাব উদ্দীন চৌধুরী, কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা আবু তালেব মঈনী এর সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আবুল কাসেম জিহাদী, কমিটির অর্থ সম্পাদক সৈয়দ নুর, মাওলানা ইফসুফ মুনিরী, মাওলানা আলী আকবর, গাউছিয়া কমিটি বান্দরবান পৌর শাখার সাধারণ সম্পাদক মোঃ তমিজ উদ্দীন, বান্দরবান সদর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাও: আজিজুর রহমান, চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, এমদাদুল হক বাহাদুর, মো: মনসুর আলী, মাওলানা ফয়েজ উল্লাহ আল কাদেরী, মো: আবুল হাসেম, মো: নাজির হোসেন, বান্দরবান ছাত্র সেনা সভাপতি মো: পারভেজ, ছাত্র সেনার মো: সাহেদ, ওয়াহিদুল ইসলাম, আব্দুল গফুর, মিলাদ পরিচালনা করেন হাফেজ নুরুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, আজ ১২ রবিউল আওয়াল সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী (সাঃ) পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ) সারা বিশ্বের ন্যায় বাংলাদেশের সকল জেলায় উদ্যাপন করা হচ্ছে, তারই ধারাবাহিকতায় বান্দরবানে আমরা ঈদে মিলাদুন্নবী (সাঃ) পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদ্যাপন করছি। মানবতার মুক্তির ধুত হযরত মুহাম্মদ (সাঃ) এই পৃথিবীতে মানব জাতির মুক্তির জন্য ইসলাম ধর্ম প্রচার করেছেন, বক্তারা ইসলামের সঠিক জ্ঞান আহরন করে সঠিক ভাবে তা নিজে মেনে চলা ও অন্যদেরকে ও মেনে চলার জন্য আহ্বান জানান।