দীঘিনালায় জুম্ম জাতির পিতা মানবেন্দ্র লারমার মৃর্ত্যু বার্ষিকী পালন

361

দীঘিনালাঃ-দীঘিনালায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস এমএন লারমা) উদ্যোগে জুম্ম জাতির পিতা মানবেন্দ্র নারায়ন লারমার মৃর্ত্যু বার্ষিকী পালন করা হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) সকালে উপজেলার লারমা স্কয়ারে মানবেন্দ্র নারায়ন লারমার প্রতিকৃতিতে সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বের করা হয় শোক র‌্যালী। শোক র‌্যালীটি উপজেলা জেএসএস কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস- এমএন লারমা) দীঘিনালা উপজেলা কমিটির সভাপতি মৃণাল কান্তি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেএসএস এর কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক সুভাষ চাকমা। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেএসএস কেন্দ্রীয় কমিটির এর সাংগঠনিক সম্পাদক বিমল কান্তি চাকমা, সহ সাংগঠনিক সম্পাদক প্রফুল্ল কুমার চাকমা, সহ তথ্য প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা, জেএসএস চন্দ্রঘোনা উপজেলা কমিটির সদস্য অপ্রু মারমা, ৪নং দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রজ্ঞান জ্যোতি চাকমা, উপজেলা কার্বারী এসোসিয়েশনের সভাপতি সুসময় চাকমা, শরনার্থী কল্যান সমিতির প্রতিনিধি আনন্দ মোহন চাকমা, জেলা জেএসএস এর তথ্য ও প্রচার সম্পাদক প্রীতি খীসা, জেএসএস দীঘিনালা উপজেলা কমিটির সদস্য সমীর চাকমা এবং যুব সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জ্ঞান চাকমা প্রমূখ।