রাঙ্গামাটিতে ঘুর্ণিঝড় বুলবুল মোকাবেলায় প্রস্তুতিমূলক জরুরী বৈঠক

252

রাঙ্গামাটিঃ-ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় রাঙ্গামাটি জেলায় সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এছাড়া সকল সংস্থার সাথে সমন্বয় করে ঘূর্ণিঝড় পরবর্তি দুযোর্গ মোকাবেলার জন্য প্রস্তুত রাখা হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত দূর্যোগ প্রস্তুতি বিষয়ে জরুরি সভায় রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ এ তথ্য জানান।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন আলম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শিল্পী রানী দাশ, সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) আব্দুল আওয়াল, প্যানেল মেয়র জামাল উদ্দিন।
রাঙ্গামাটি জেলা প্রশাসক আরও জানান, জেলার পৌর এলাকায় মোট ৪০টি আশ্রয় কেন্দ্র ঘোলা রয়েছে এবং সরকারী প্রতিষ্ঠান স্কুলগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি উপজেলাগুলোতেও উপজেলা নিবার্হী অফিসারের মাধ্যমে দূর্যোগ মোকাবেলায় আশ্রয় কেন্দ্রগুলো সার্বক্ষণিক ভাবে খোলা রাখা হয়েছে। দূর্যোগের আগাম প্রচার প্রচারণা এবং উদ্ধার কার্যক্রম পরিচালনা করার জন্য ফায়ার সার্ভিস, বিদ্যুৎ অফিস, স্কাউট, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সামাজিক সংগঠন সবাই প্রস্তুত রয়েছে। এ ছাড়া সার্বিক বিষয় মনিটরিং করতে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্টোল রুমের ফোন নাম্বার- ৬৩২৩০,০১৮২০৩০৮৮৬৯। ঘুর্ণিঝড় বুলবুলের কারণে রাঙ্গামাটিসহ ১০ উপজেলায় যাতে করে কোন বড় ধরণের দূর্ঘটনা বা প্রাণহানি না ঘটে তার জন্য জনসাধারণকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার অনুরোধ করেন জেলা প্রশাসক।