থানচিঃ-ঘুর্ণিঝড় বুলবুল এর সতর্ক ৯ নংম্বার বিপদ সংকেট পাওয়ার শনিবার (৯ নভেম্বর) দুপুর হতে বান্দরবানে থানচি উপজেলা প্রশাসনের পক্ষে পর্যটন কেন্দ্র গুলিতে পর্যটকদের ভ্রমনের সাময়িক নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। স্বাভাবিক অবস্থা না আসার পর্যন্ত এই জারী বলবদ থাকিবে। প্রশাসনে জারী হওয়ার পর শতাধিক পর্যটক ফেরত চলে গেচ্ছে বলে পর্যটন তথ্য কেন্দ্র দায়িত্বরত জয়নাল আবেদিন সাংবাদিকদের জানিয়েছেন। থানচি উপজেলা বিভিন্ন পর্যটন কেন্দ্র নাফাঁখুম, আমিয়াখুম, সাতভাইখুম, রেমাক্রী খুমসহ সাংগু নদীতে পর্যটকবাহী ছোট বড় নৌযান চলাচলে উপর ও নিষেদাজ্ঞা রয়েছে।
প্রশাসনে সূত্রে জানা যায়, ঘুর্নিঝড় বুলবুল ও আবাহওয়া বার্তা কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রে উপর ৯ নংম্বার বিপদ সংকেট জানার পর প্রশাসনিকভাবে থানচি উপজেরা তিনটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তৎ মধ্যে থানচি বাজার সরকারি উচ্চ বিদ্যালয়, বড় মধক সরকারি প্রাথমিক বিদ্যালয়, পানেডং পাড়া বৌদ্ধ বিহার আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা যাবে।
এই প্রতিবেদন লিখার আগ পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল ও থানা অফিসার ইনচার্জ মোঃ জোবাইরুল হক মুঠোফোনে যোগাযোগ করা হলে রিসিভ না করায় বক্তব্য নেয়ার সম্ভব হয়নি। যোগাযোগ করা হলে উপজেরা নির্বাহী অফিসারের কার্যারয়ের সহকারী অফিস প্রধান সিও, তপন কান্তি দাশ ঘুর্নিঝন বুলবুল আসার কারনে জানমাল ক্ষতি হতে পারে ধারনা করে পর্যটন কেন্দ্র গুলিতে ভ্রমনে প্রশাসনের নিষেধাজ্ঞা কথা স্বীকার করেন তিনি। তিনি আরও বলেন, প্রশাসনিকভাবে তিনটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং সকল জনপ্রতিনিধিদের জানানো হয়েছে।