খাগড়াছড়ির ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় প্রশাসন প্রস্তুত-৩০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে

319

খাগড়াছড়িঃ-খাগড়াছড়ির ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলার বিষয়ে আগাম প্রস্তুতি বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনের উদ্যোগে ধেয়ে আসা, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে খাগড়াছড়ির সদর উপজেলায় ত্রিশটি অস্থায়ী আশ্রয় কেন্দ্র এবং কন্ট্রোল রুম খোলা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, গ্রাম প্রতিরক্ষাবাহিনী, স্বাস্থ্য ও ফায়ার সার্ভিসকে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করেছেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার।
শনিবার (৯ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় খাগড়াছড়ি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সার্বক্ষনিক দুর্যোগ নিয়ন্ত্রন কক্ষ চালু রাখাসহ উপজেলা সদরে, মুসলিম পাড়া, শব্দমিয়া পাড়া, মোহ্মমদুপর, শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিলা কলেজ, খাগড়াছড়ি সরকারি কলেজ আশ্রয় কেন্দ্র খোলা হয়।
সভায় অস্থায়ী আশ্রয়কেন্দ্র গুলো প্রস্তুত রাখাসহ সচেতনতামূলক মাইকিং, পাহাড় ধ্বসসহ জরুরি প্রয়োজনে সম্মিলিতভাবে ঘূর্ণিঝড় মোকাবিলায় কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।