মাটিরাঙ্গা শিশু ধর্ষণের অভিযোগে গণধোলাই এবং পুলিশে হাতে ধর্ষক মিন্টু আটক

304

খাগড়াছড়িঃ-খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মোঃ মিন্টু (৩৭) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার (৮ নভেম্বর) সকাল ৯টার দিকে খাগড়াছড়ি মাটিরাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ডের মধ্য মুসলিম পাড়ায় এই ঘটনা ঘটে।
স্হানীয় এলাবাসীর সূত্রে জানা যায়, মধ্যমুসলিম পাড়ার জহিরুল হক ৫বছর আগে মধ্যমুসলিম পাড়ায় বাক্ষ্মণবাড়িয়া থেকে এসে একটি জায়গা ক্রয় করে তার পরিবারপরিজন সবাইকে নিয়ে কিছুদিন ছিল বর্তমানে সে ঢাকায় গার্মেসে চাকুরি করেন। মাঝে মধ্যে তার পরিত্যাক্ত বাড়িতে ঢাকা থেকে বিভিন্ন সময়ে মহিলা ও পুরুষ নিয়ে আসতেন। এলাকাবাসি আজকের ধর্ষক মিন্টুকে দুই এক বছর আগে ঢাকা থেকে জহিরুল হকের বাসায় একজন মেয়েকে নিয়ে আসনে। গ্রামবাসী জিজ্ঞাসাকরলে বোন পরিচয় দেন।পরে জানতে পারেন তার বোন নয়।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে মধ্যমুসলিম পাড়ার জহিরুল হকের পরিত্যাক্ত বাড়ির সামনে অন্য শিশুদের সাথে খেলছিল ভুক্তভোগী শিশুটি। এক পর্যায়ে তার অন্য খেলার সাথীদের ধর্ষক মিন্টু চলে যেতে বলে পরে তার সাথীরা চলে যায় শিশুটিকে একা পেয়ে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি দৌড়ে গিয়ে তার মাকে বলেন মা স্হানীয় গ্রামবাসীদের সহযোগিতায় নিয়ে ধর্ষক মোঃ মিন্টুকে ধরে পেলেন। পরে থানা পুলিশ তাকে আটক করেন।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো:সামসুদ্দিন ভূইঁয়া আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন সকাল ৯টার দিকে মধ্য মুসলিম পাড়ার জহিরুল হকের পরিত্যাক্ত বাড়ীতে জহিরুল হকের বন্ধু মো:মিন্টু শিশুটিকে ধর্ষণের চেষ্টার অপরাধে এ বিষয়ে শিশুটির মা বৃষ্টি বেগম বাদি হয়ে মাটিরাঙ্গা থানায় একটি নারীও শিশু নির্যাতন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।