বান্দরবানঃ-বান্দরবান সদরের লেমুঝিড়ি আগা পাড়া বৌদ্ধ বিহারের দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব বুধবার (৬ নভেম্বর) সকাল থেকে বিহার প্রাঙ্গনে দিনব্যাপী উদ্যাপিত হয়েছে।
বান্দরবান সদরের লেমুঝিড়ি আগা পাড়া বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাবৃন্দের আয়োজনে লেমুঝিড়ি আগা পাড়া বৌদ্ধ বিহারের দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়।
কঠিন চীবর দানোৎসব উপলক্ষে সকালে প্রথমেই জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন ও মঙ্গলসুত্র পাঠ এর মাধ্যমে পূজনীয় ভিক্ষুসংঘের পিন্ডাচরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়, এর পরপরই পঞ্চশীল প্রার্থনা, সদ্ধর্ম দেশনা, অষ্ট পরিষ্কারদান ও মহাসংঘদান অনুষ্টিত হয়।
বান্দরবান লেমুঝিড়ি আগা পাড়া বৌদ্ধ বিহারের দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসবের পূণ্যানুষ্ঠানে ১ম পর্বে সদ্ধর্ম দেশনা প্রদান করেন প্রাইহিডা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পাইদিবা মহাথের ও ২য় পর্বে সদ্ধর্ম দেশনা প্রদান করেন ঢাকা মিনঝিড়ি পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত নন্দবংশ মহাথের, বান্দরবান কেন্দ্রীয় সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উদয়ন জ্যোতি মহাথের, ক্যমলং পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ চিত্তাসারা মহাথের, রেইছা থলিপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ওয়াইনাসা থের, বিমুক্তি সুখ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুন্দরা মহাথের, লেমুঝিড়ি পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পয়ঞিন্দ্রিয় মহাথের, য়াং ভিক্ষু পরিষদের সদস্য ভদন্ত ওয়াইনা মহাথের, লেমুঝিড়ি আগা পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ইন্দোবাসা ভিক্ষু ও ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন বিহার থেকে আগত ভিক্ষু সংঘরা।
এসময় লেমুঝিড়ি আগা পাড়া বৌদ্ধ বিহারের দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপন কমিটির সভাপতি মংটুমং মার্মা, সহ সভাপতি বরদা কুমার তঞ্চঙ্গ্যা, সহ সভাপতি পাইম্রাউ মারমা, সাধারণ সম্পাদক মংটো মার্মা, কোষাধ্যক্ষ সিংথোয়াই মং মার্মা, প্রচার সম্পাদক নুমং প্রু মার্মা, সদস্য উচনু মার্মা, সদস্য চাইদোঅং মার্মা, সদস্য সাঅংপ্রু মার্মা, সদস্য মংচঅং মার্মা, সদস্য উয়ই মং মার্মা, সদস্য থোয়াইনু মার্মা, সদস্য অংথুই মার্মা, সদস্য মংহ্লা প্রু মার্মা, সদস্য সিংঞো মার্মা, সদস্য উফেছেন রাখাইন, সদস্য ম্রোথোয়াই অং মার্মা সহ প্রমুখ।
পরে বিকালে চীবর উৎর্সগ শেষে সন্ধ্যায় বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা, মঙ্গল প্রদীপ প্রজ্জলন আর ফানুশ বাতি উত্তোলনের মধ্য দিয়ে জেলা সদরের লেমুঝিড়ি আগা পাড়া বৌদ্ধ বিহারের এই দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসবের সমাপ্তি ঘটে।