খাগড়াছড়িঃ-খাগড়াছড়ি মানিকছড়ি’র রাণী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র মোঃ আবদুর রহিম (১৩) ও মোঃ মারজুক আহম্মদ (১৩) সোমবার (৪ নভেম্বর) থেকে নিখোঁজ হয়ে গেছে। এদিকে নিখোঁজ সন্তানদের না পেয়ে পিতা-মাতা, পরিবারবর্গ ও আত্মীয়-স্বজন নির্বাক হয়ে পড়েছেন।
পুলিশ ও অভিভাবক সুত্রে জানা যায়, মানিকছড়ি উপজেলার একমাত্র সরকারী মাধ্যমিক বিদ্যালয় রানী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্র ও চেঙ্গুছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেল্লাল হোসেনর ছেলে মোঃ আবদুল রহিম (১৩) ও মানিকছড়ি বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী মোঃ আলমগীল হোসেন এর ছেলে মোঃ মারজুক আহম্মদ (১৩) উভয়ে একই প্রতিষ্ঠানে একই ক্লাসে পড়ালেখা করতো।
জেএসসি পরীক্ষার কারণে শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় সোমবার (৪ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় একে অপরকে ক্রিকেট খেলার কথা বলে ডকে নিয়ে যায়। রাত পর্যন্ত কেউ বাড়িতে ফিরে না আসায় অভিভাবকরা সন্তানের খোঁজ করতে থাকে এবং আত্মীয়-স্বজন কাছে খোঁক করে না পেয়ে রাতেই মানিকছড়ি থানায় সাধারণ ডায়রী করা হয়। যা জিডি নং-১৫০, তারিখ-০৪-১১-১৯ইং।
নিখোঁকের ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত দুই বন্ধুর খোঁজ না পেয়ে পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের বাড়িতে কান্না-কাটিতে শোকের মাতব দেখা দিয়েছে। পুলিশ বিষয়টি আমলে নিয়ে নিখোঁজ ছাত্রদ্বয়ের সন্ধানে কাজ করছে জানিয়েছেন অফিসার ইনচার্জ হোসেন। কোন সৃহৃদ ব্যক্তি উল্লেখিত ছেলেদের সন্ধ্যান পেয়ে থাকেন দ্রুত নিকটস্থ থানায় কিংবা অভিভাবক মোবাইল নং-০১৮৭৮-৭৪৮৭৩১ এ নাম্বারে যোগযোগেহর জন্য অনুরোধ করা যাচ্ছে।