নানা কর্মসূচির মধ্যদিয়ে রাঙামাটিতে পিবিসিপি’র ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

591

নিজস্ব প্রতিবেদক: নানা কর্মসূচির মধ্যদিয়ে রাঙামাটিতেপার্ত্য বাঙালী ছাত্র পরিষদে (পিবিসিপি)’র ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছ।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসকের কর্যালয়ের সামনে থেকে এক বর্ণাট্য র‍্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বনরুপা এসে শেষ হয়। পরে একটি রেষ্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সাংগঠনিক আবদুল্লাহ আল মোমিনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিবিসিপির জেলা সভাপতি জনাব মোঃ জাহাঙ্গীর আলম, জেলা সেক্রেটারি আব্দুল মান্নান, জেলা সাংগঠনিক আব্দুল্লাহ্ আল মোমিন, জেলা প্রচার সম্পাদক নুর মোহাম্মদ, কলেজ সভাপতি ইয়াসিন, সেক্রেটারি মামুন,সাংগঠনিক শরিফ,  কৃষি ডিপ্লোমা শাখার সভাপতি আবু নাঈম,সম্পাদক শফিকুল ইসলাম,পৌর সভাপতি মোঃ নাঈম, সম্পাদক অয়ন নন্দি, টি টি সি সাখার সভাপতি মোঃ আক্কাছ, সম্পাদক রুবি আক্তার, বরকাল উপজেলা সভাপতি মোঃ আলমিন সহ প্রায় ২শতাদিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

সভায় নেতৃবৃন্দ বলেন,পার্বত্য শান্তিচুক্তির মাধ্যমে বাঙালিদেরকে ২য় শ্রেণীর নাগরিক হিসেবে উপস্থাপন করা হয়েছে। অবিলম্বে পার্বত্য শান্তিচুক্তি পূনর্বিবেচনা করে বাঙালিদেরকে চুক্তির আওতায় আনতে হবে। উপজাতী কোটা বাতিল করে পার্বত্য কোটা চালু করারর জোর দাবি জানান নেতৃবৃন্দরা।

নেতৃবৃন্দ আরো বলেন,পাহাড়ে চলমান গুম, খুন অপহরণ বন্ধে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সরকার সন্ত্রাসীদের তাণ্ডবে বেসামাল হয়ে যাবে। অনুষ্ঠান শেষে কেক কাটার মাধ্যমে ২৮ বছর উদযাপন করে।