রোহিঙ্গা পুনর্বাসনে সম্পূর্ণ প্রস্তুত ভাসানচর

326

ডেস্ক রিপোর্টঃ-নিপীড়নের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গাদের মধ্য থেকে এক লাখের পুনর্বাসনের জন্য নোয়াখালীর ভাসানচরে অবকাঠামো নিমার্ণসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে নৌবাহিনী এই প্রকল্প বাস্তবায়ন করেছে। দুই বছর আগে নেয়া এ প্রকল্প বাস্তবায়নে সরকারের তহবিল থেকে খরচ হয়েছে দুই হাজার ২৬৫ কোটি ৯০ লাখ ৪৪ টাকা। প্রকল্পের জন্য মোট বরাদ্দ ছিল দুই হাজার ৩১২ কোটি ১৫ লাখ ৩১ হাজার টাকা। উদ্বৃত্ত ৪৬ কোটি ২৪ লাখ ৩১ হাজার টাকা ‘জরুরি তহবিল’ হিসেবে সংরক্ষণ করা হয়েছে।
জাতীয় সংসদ ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৫ম বৈঠকে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে এসব তথ্য উপস্থাপন করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া। কমিটির সদস্য মোঃ মোতাহার হোসেন, মোঃ নাসির উদ্দিন, মোঃ মহিববুর রহমান ও নাহিদ ইজাহার খান বৈঠকে অংশগ্রহণ করেন।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে ভাসানচর আবাসন প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। এসময় জানানো হয়, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ভাসানচর নামক স্থানে এক লক্ষ বলপূর্বক বাস্তচ্যুত মিয়ানমার নাগরিকদের আবাসন এবং দ্বীপের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের জন্য প্রকল্পটি গ্রহণ করা হয়। প্রকল্পের নির্মাণ কাজ ইতোমধ্যে শেষ করা হয়েছে এবং বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকের পূনর্বাসনের জন্য প্রস্তুত রয়েছে।