সরকারের উন্নয়নমুলক কর্মকান্ড বাস্তবায়নে সকলকে এক যোগে কাজ করতে হবে-এ.কে.এম মামুনুর রশিদ

352

হারাধন কর্মকার, রাজস্থলীঃ-সরকার সারা দেশের ন্যায় পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিতে উন্নয়ন মুলক প্রকল্প হাতে নিয়েছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক এ.কে.এম. মামুনুর রশিদ। তিনি বলেন, সন্ত্রাস যে দলের হউক না কেন তাদের সন্ধান দিন, সন্ত্রাসীদের আটকের ব্যবস্থা করবে প্রশাসন। সরকারের উন্নয়ন মুলক কর্মকান্ড বাস্তবায়নে সকলকে এক যোগে কাজ করার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা মিলনায়তনে জনপ্রতিনিধি, কর্মকর্তা, শিক্ষক, হেডম্যান, কারবারি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এলাকায় উন্নয়ন মুলক কর্মকান্ড, আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেকের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার আলমগীর কবির, রাঙ্গামাটি ডি,জি.এফ আই কর্নেল জি,এস, কাপ্তাই ২৩ই বেঙ্গল রেজিমেন্টে টাইগার্স এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদ উজ্জামান, বি.এম.পি, পি.এস.সি, কাপ্তাই সার্কেল এ.এস.পি জোনায়েত কাউছার, রাজস্থলী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সৌমিক ইসলাম, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মফজল আহম্মদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান উথিনসিন মারমা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পুচিংমং মারমা, ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা, উথান মারমা প্রমুখ।
এর আগে জেলা প্রশাসক রাঙ্গামাটি থেকে রাজস্থলী প্রবেশ পথে বাঙ্গালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রজেক্টর বিতরণ করেন, বাঙ্গালহালিয়া সরকারি কলেজ পরিদর্শন এবং মাদক বিরোধী আলোচনা সভায় যোগ দিয়ে হেডম্যান বিহার পাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান টি.আর কর্মসূচির আওতায় দূর্যোগ সহনীয় বাসগৃহ ২০১৮-২০১৯ অর্থ বছরের সাচিউং মারমা ঘর পরিদর্শন শেষে, আমছড়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে ছাতা বিতরণ করেন এবং উপজেলা ইনোভেশন কার্যক্রমের আওতায় রাজস্থলী উপজেলা পরিষদের ভবনে সি,সি, ক্যামরা স্থাপনের উদ্বোধন করেন।