বাঘাইছড়ি প্রতিনিধি : “নিয়ম মেনে অবকাঠামো গড়ি” জীবন ও সম্পদের ঝুকি হ্রাস করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঘাইছড়িতে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় এর উদ্যোগে বাঘাইছড়িতে আন্তর্জিিতক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে বিষয় নিয়ে রবিবার সকালে উপজেলা চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গনে এসে শেষ হয়।
র্যালী শেষে উপজেলা মিলনায়তনে ভিডিও কনফারেন্সে হতদরিদ্রদের ২২ হাজার ঘর প্রদান অনুষ্ঠঅন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স শেষে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবীব জিতুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বাঘাইছড়ি উপজেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক আলী হোসেন, বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি দিলীপ কুমার দাশ, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর সবুর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম, খেদারমারা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা, বাঘাইছড়ি থানার সাব ইন্সপেক্টর সোলেমান মোল্লা।
এ সময় বিভিন্ন সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার প্রধানমন্ত্রী কর্তৃক বরাদ্দকৃত নির্মিত ঘরের চাবি উপকার ভোগীদের হাতে তুলে দেন।
#