রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা পালিত

288

নিজস্ব প্রতিবেদক: নানা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রবারণা পূর্ণিমা পালন করছে।

আজ রোববার ভোর থেকে বিহার গুলোতে শুরু হয় প্রবারণা পূর্ণিমার আনুষ্ঠানিকতা। বুদ্ধ পূজা, সংঘ দান, পঞ্চশীল গ্রহণ, অষ্ট পরিস্কার দানসহ নানা ধর্মীয় রীতি পালন করছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। প্রবারণা পূর্ণিমার পরদিন থেকে এক মাস দেশের প্রতিটি বৌদ্ধবিহারে শুরু হবে কঠিন চীবর দান উৎসব।

সকাল ৯ টায় রাঙামাটির রাজবন বিহারে বুদ্ধ পুজা, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্ট পরিস্কার দান, বুদ্ধমুর্তি, হাজার প্রদীপসহ নানান দান কার্য সম্পাদন করা হয়। পুণ্যাষ্ঠানে হাজারো পূণ্যার্থী উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে বন বিহার অধ্যক্ষ প্রজ্ঞালংকার মহাস্থবির পূণ্যার্থীদের পঞ্চশীল প্রদান করেন। দান কার্য উৎসর্গ করেন জ্ঞানপ্রিয় মহাস্থবির। পরে ধর্মালোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধায় আকাশ প্রদীপ প্রজ্জলন করা হয়।