রাজস্থলীতে প্রতিপক্ষের গুলিতে ১জন নিহত, অস্ত্র উদ্ধার

331

নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের কাকঁড়াছড়ি এলাকায়  প্রতিপক্ষের গুলিতে জেএসএস এর সক্রিয় নেতা অংসুইখই মারমা (৫০) নামক এক ব্যক্তি নিহত হয়েছে। এসময় তার কাছ থেকে ১টি এলজি অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম অংসুঅং মারমা। আজ বুধবার ভোর রাতে এ ঘটনা ঘটেছে।

বুধবার সকাল পৌনে ১০ টার সময় নিহতের মৃত দেহটি উদ্ধার করা হয়েছে বলে চন্দ্রঘোনা থানার অফিসার্স ইনচার্জ মোঃ আশরাফ উদ্দিন নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ বুধবার ভোর রাতে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের কাকঁড়াছড়ি এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। এসময় অংসুঅং মারমা নামে একজন নিহত হন। তবে তার নাম পাওয়া গেলেও তিনি কোন পক্ষের তা জানা যায়নি। পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ ও ১টি দেশীয় বন্দুক উদ্ধার করে।

চন্দ্রঘোনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দিন জানান, গতকাল রাতে ওই এলাকার বাসিন্দারা গুলির শব্দ শুনতে পেয়েছে বলে জানিয়েছে। সকালে মরদেহটি দেখতে পেয়ে তারা থানায় খবর দেয়।

ওসি আরও জানান, নিহত অংসুই অং মারমার শরীরে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে। একটি তার মাথায়, অন্যটি বুকে। তবে কে বা কারা তাকে গুলি করে হত্যা করেছে সে বিষয়ে সঠিক তথ্য জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে।