থানচি প্রতিনিধি : সোমবার (৭ অক্টোবর) থানচি বান্দরবান সড়কে মেনরোয়া ¤্রাে পাড়া নামক স্থানের ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল ৩ আরোহী আহত হয়েছে। আহতরা হলেন থানচি হেডম্যান পাড়া নিবাসী বাবু মারমা ২৮, হাইমারা পাড়া নিবাসী উক্যনু মারমা ২২, বাগান পাড়া নিবাসী ক্যক্য মারমা ২৩।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহান প্রবারনা পূর্নিমা উপলক্ষ্যে থানচি যুব সমাজের উদ্যোগে থানচি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি ফুটবল টুর্নামেন্ট চলছিল। টুর্নামেন্ট খেলা উপভোগ করার বলিপাড়া থেকে মটরসাইকেল যোগে ৩জন চালকসহ আরোহী থানচি উদেশ্যে আসলে মেনরোয়া পাড়া নামক স্থানে পৌছলে বিপরীত গামি মাল বাহী ট্রাকের সাধে ধাক্কা লাগলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী চালকসহ ৩ জন যুবক গুরুত্বরোপ আহত হয়। স্থানয়িরা ঘটনাস্থল হতে ৩জনকে উদ্ধার করে থানচি সদর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন। আবস্থা গুরত্বরো হলে ৩জনকে বান্দরবান সদর হাসপাতালে রেফার করা হয়।
আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল নোমান সাংবাদিকদের জানান, সড়ক দূর্ঘটনায় আহতরা গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়াতে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের সকলকে বান্দরবান সদর হাসপাতালে রেফার করা হয়েছে।