নিজস্ব প্রতিবেদক: রাঙামাটিতে মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার সৈয়দুর রহমান’র বড় ছেলে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ডা.য় আবদুল জলিল চৌধুরীর কবর জিয়ারত করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ, ওমান আল-বারকা শাখার পক্ষ থেকে রাঙ্গুনীয়া উপজেলার মরিয়ম নগরের বাসিন্দা, ওমান আল-বারকা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব নাসির উদ্দিন চৌধুরী ও আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের সম্পাদক ও সদস্যবৃন্দরা।
আজ বুধবার (০২ অক্টোবর) দুপুরে ওমান আল-বারকা শাখার উদ্যোগে রাঙামাটি শহরের আবদুল ফকির মাজার সংলগ্ন কবরস্থানে মুক্তিযোদ্ধা আবদুল জলিলের শেষ সমাধিতে এ গভীর শ্রদ্ধাঞ্জলি জানান নেতা-কর্মীরা।
কবর জিয়ারত শেষে, শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।
এসময় মোনাজাতে অংশগ্রহণ করেন, মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার সৈয়দুর রহমান’র ছেলে মোঃ জহির উদ্দির চৌধুরী, রাউজান উপজেলার সাংবাদিক মোহাম্মদ আলাউদ্দীন, ওমান বঙ্গবন্ধু পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য সাহেদ আলম আশরাফী, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগে সহ সম্পাদক মোহাম্মদ আলম, রাঙ্গুনিয়া পৌরসভা যুবলীগের যুগ্ম সম্পাদক জাহেদ, যুগ্ম সম্পাদক রাসেল, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইমাম উদ্দিন বাদশা, রাঙ্গুনিয়া সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সোহেল, মরিয়ম নগর ইউনিয়ন স্বেচ্চাসেবকলীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন প্রমুখ। এছাড়াও যুবলীগ ও ছাত্রলীগের মনজুর আলম, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ বাবু, মোহাম্মদ আফচার, মোঃ জানেআলম, মোঃ নিজাম, মোঃ জয়নাল, মোঃ কাইছার, মোঃ আবুল মনছুরসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।