আলীকদমে গৃহবধূর আত্মহত্যা

337

বান্দরবান,আলীকদম প্রতিনিধি : বান্দরবানের আলীকদম উপজেলায় রেপার পাড়া এলাকায় রেখা মণি (১৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রেখা মনি রেপারপাড়া বাজার এলাকার মোহাম্মদ হোসেন এর স্ত্রী।
ঘটনার খবর পেয়ে সোমবার সন্ধ্যায় পুলিশ ঘঠনাস্থল থেকে ওই গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বলে জানিয়েছেন আলীকদম থানার অফিসার্স ইনচার্জ কাজী রকিব উদ্দিন।
তিনি বলেন, লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য বান্দরবান নসর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, রেখা মনি তার স্বামীকে নিয়ে রেপারপাড়া বাজারের ব্যবসায়ী মনু চৌধুরীর একটি বাড়ীতে ভাড়া থাকতেন। সোমবার সকাল ১০টার সময় রেখা মনি পাশ্ববর্তী এক প্রতিবেশির মুরগীকে লাঠির দিয়ে আঘাতে করে মেরে ফেলাকে কেন্দ্র করে ওই প্রতিবেশির সাথে রেখামনির ঝগড়ার সূত্রপাত হয়। ঝগড়ায় জড়িয়ে পড়েন রেখা মনির মা খতিজা বেগম। রেখা মনির মা ওই প্রতিবেশিকে মুরগির ক্ষতিপুরনের টাকা প্রদান করায় রেখামনির মনে ক্ষোভের সঞ্চার হয়। এক পর্যায়ে রেখামনি ক্ষোভে-আভিমানে ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দেয়।

সারাদিন অতিবাহিত হলেও রেখামনি ঘর থেকে বের না হওয়ায় রেখামনির মা খতিজা বেগম ঘরের ভেতর ঢুকে দেখতে পান ওড়না গলায় পেঁচিয়ে ঝুলে আছে রেখার মৃতদেহ। পরে তিনি ডাক চিৎকার করলে প্রতিবেশিরা এগিয়ে এসে পুলিশকে খবর দেন।