নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি : রাঙ্গামাটি সাংসদ দীপংকর তালুকদার এমপি বলেছেন, প্রতিটি ধর্মীয় বাণীতেই রয়েছে শান্তির বার্তা, ধর্মীয় অনুশাসন মেনে চললে সমস্ত খারাপ কাজ হতে রক্ষা পাওয়া যায়। তাই সুশৃঙ্খল জাতি হিসেবে আগামী প্রজন্মকে গড়ে তুলতে যার যার অবস্থানে থেকে ধর্মীয় অনুশাসন মেনে চলতে নতুন প্রজন্মকে উৎসাহিত করতে হবে।
তিনি বলেন, কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রীষ্টান এসব বিবেচনা না করে আগামী প্রজন্মকে দক্ষ জাতি হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ।
রবিবার রবিবার রাঙ্গামাটি পিটিআই হলরুমে অনুষ্ঠিত হিন্দু ধর্ম কল্যান ট্রাস্ট এর মন্দির ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রমের রাঙ্গামাটি জেলা পর্যায়ের কর্মশালার উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি এসব কথা বলেন।
রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক এস,এম শফি কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন হিন্দু ধর্ম কল্যান ট্রাস্ট্রের মন্দির ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম প্রকল্প পরিচালক রঞ্জিত কুমার দাশ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ত্রিদীব কান্তি দাশ, রাঙ্গামাটি সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান, রাঙ্গামাটি পৌরসভার প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দিন, রাঙ্গামাটি পিটিআই সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সারওয়ার হোসেন, রাঙ্গামাটি জেলা পূজা উদ্্যাপন পরিষদের সভাপতি বাদল চন্দ্র দে, রাঙ্গামাটি জন্মাষ্টমী উদ্্যাপন পরিষদের সাধারণ সম্পাদক আশীষ দাশ গুপ্ত প্রমূখ।
দীপংকর তালুকদার আরো বলেন, পার্বত্য অঞ্চল একটি অসাম্প্রদায়িক অঞ্চল। এই অঞ্চলে সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়াতে একটি মহল কাজ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। ষড়ন্ত্রকারীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে তিনি সকলকে আহবান জানান।
রাঙ্গামাটি জেলার ৩৪ টি মন্দির ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে প্রতিটি প্রতিষ্ঠানে সাউন্ড সিষ্টেম প্রদানের প্রতিশ্রæতি প্রদান করেন দীপংকর তালুকদার এমপি।
পরে রাঙ্গামাটি জেলার মন্দির ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক, অভিভাবক এবং রাঙ্গামাটির সনাতন সম্প্রদায়ের গন্যমান্য ব্যক্তিবর্গের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।