পার্বত্য চুক্তিকে প্রশ্নবিদ্ধ করতে অনেকে অপপ্রচার চালাচ্ছেন – দীপংকর তালুকদার,এমপি

447

নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি : রাঙ্গামাটি সাংসদ দীপংকর তালুকদার এমপি বলেছেন, পার্বত্য শান্তি চুক্তি সম্পাদনের সময় উভয় পক্ষ তা পর্যবেক্ষনের পর চুক্তিতে স্বাক্ষর করেন। কিন্তু তার পরে ও পার্বত্য চুক্তিকে প্রশ্নবিদ্ধ করতে অনেকে বিভিন্ন রকমের অপপ্রচার চালাচ্ছেন যা অত্যন্ত দু:খজনক।

তিনি বলেন, পার্বত্য চুক্তি অনুযায়ী আঞ্চলিক পরিষদের আইনপ্রণয়ন করার ক্ষমতা না থাকলে ও এটা নিয়ে তারা অপপ্রচার চালাচ্ছে, চুক্তিতে যা আছে সে অনুযায়ী বাস্তবায়নের কাজ তরান্বিত করতে সরকারকে সহায়তা হবে।

শনিবার রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দীপংকর তালুকদার এমপি এসব কথা বলেন।

রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ রফিকুল মাওলার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমিন, সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, প্রাক্তন মহিলা সাংসদ ফিরোজা বেগম চিনু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, যুগ্ম সম্পাদক মোঃ জসিম উদ্দিন বাবুল, রাঙ্গামাটি পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মনছুর আলী, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা প্রমূখ।

দীপংকর তালুকদার এমপি বলেন, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রধারীদের ধরতে সেনাবাহিনী,পুলিশ ও বিজিবিসহ আইনশৃংখলা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে এজন্য আইনশৃংখলা বাহিনীকে আমরা ধন্যবাদ জানাই এবং এ অভিযান অব্যাহত রাখার আহবান জানাই।

তিনি বলেন, বর্তমানে চলমান দূর্নীতি বিরোধী অভিযানকে আমরা স্বাগত জানাই, যারা দলের নাম ব্যবহার করে অপকর্ম করবে তাদের শাস্তি হওয়া দরকার। অপকর্মকারীদের মনে রাখতে হবে ব্যক্তির চেয়ে দল বড়, যারা অপকর্ম করেছে তাদের শাস্তির মাধ্যমে আওয়ামীলীগ প্রমান করেছে আওয়ামীলীগে অপকর্ম ও দুস্কৃতিকারীদের ঠাঁই নাই।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সোনার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়নে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

তিনি বলেন, দূর্নীতি বিরোধী অভিযানের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্ব-নির্ভর দেশ হিসেবে আরো অনেক দূর এগিয়ে যাবে।

দীপংকর তালুকদার আরো বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ নির্বাচনের আগে জনগনকে যে ওয়াদা দিয়েছিলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি ওয়াদা বাস্তবায়ন করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি জনগনকে দেয়া ওয়াদা পূরণ করা হলে আগামী নির্বাচনে ভোটের জন্য আওয়ামীলীগকে আর কষ্ট করতে হবে না, জনগনই আওয়ামীলীগকে বারবার ক্ষমতায় আনবে।

আগামী নভেম্বর মাসে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সম্মেলনের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান রাঙ্গামাটির সংসদ সদস্য ও রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদার এমপি।

আলোচনাসভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।