প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে রাঙামাটিতে জেলা ছাত্রলীগের বর্ণাঢ্য র‌্যালী ও দোয়া মাহফিল

416

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র‌্যালী ও দোয়া মাহফিল করেছে জেলা ছাত্রলীগ।

র‌্যালীটি রাঙামাটি সরকারি কলজে প্রাঙ্গন হতে বের হয়ে শহরের উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গনে এসে শষে হয়। র‌্যালী শেষে প্রধানমন্ত্রীর দীর্ঘ আয়ু ও সুস্থ্য জীবনের জন্য দোয়া কামনা করা হয়।

আজ শনবিার (২৮সেপ্টম্বর) সকাল ১০টায় রাঙামাটি জেলা ছাত্রলীগের উদ্যোগে ও কলেজ ছাত্রলীগের সহযোগিতায় এ র‌্যালী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন, সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, সাবেক জেলা সভাপতি শাহ এমরান রোকনসহ কলেজ ইউনিটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।